ফরিদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৮ এএম, ১৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:৪৫ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে শহরের হাবেলি গোপালপুরে অনুষ্ঠিত এ আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আফজাল হোসেন খান পলাশ।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোদাররেস আলী ইসা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আতাউর রশিদ বাচ্চু, খন্দকার ফজলুল হক টুলু ও অ্যাডভোকেট হাবিবুর রহমান, এবি সিদ্দিকী মিতুল, আশরাফ হোসেন, শহর বিএনপির সিনিয়র সহসভাপতি এমটি আক্তার টুটুল, স্বেচ্ছাসেবক দলের হাসানুর রহমান মৃধা, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।
বক্তাগণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী বলেই ক্ষমতাসীন দল তাকে মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসে রেখে তিলে তিলে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে৷ আজ তিনি হাসপাতালে আইসিইউতে রয়েছেন। যেকোন মুহুর্তে কোন ধরনের দুঃসংবাদ এলে তার দায়ভার এই সরকারকেই নিতে হবে। এর পরিণতি ভালো হবেনা। তারা সকল ভেদাভেদ ভুলে সকলকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।
তারা বলেন, ইনশাআল্লাহ সকলের দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বাদ যোহর শহরের চকবাজার জামে মসজিদে শহর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা ছাত্রদলের সভাপতি তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহারিয়ার হোসেন শীথিলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।