ইউপি নির্বাচকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ এএম, ১৫ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:১৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ইউপি নির্বাচকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনি গ্রাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড় মুচকুরনি গ্রামের ইউনুস মাতুব্বর, রহমান মাতুব্বর ও বাকি মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২১টি টিনের তৈরি ঢাল, ২৫টি বল্লম, ৬টি টেটা, ২টি বড় আকারের রামদা, শতাধিক বাশের তৈরী লোহাযুক্ত কালি, বিপুল পরিমাণ লাঠি। এ ঘটনায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ঝ) ধারায় ১১ জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেছেন। তবে আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, অস্ত্র আইনে যে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে তারা হলেন, বড় মুচকুরনি গ্রামের ইউনুস মাতুব্বর (৭০), রহমান মাতুব্বার (৬৫), বাকি মিয়া (৪৫), আব্বাস কাদা (৬০), সুমন কাদা (২৮), হেমায়েত কাদা (৩০), শাহীন খালাসী (৩৫), মন্টু খালাসী (৪৫), মিরহাজ মাতুব্বার (৩২), ফিরোজ মাতুব্বর (৩৫) ও আলাউদ্দিন খালাসী (২৮)।
ভাঙ্গা থানা পরিদর্শক তদন্ত বিকাশ মন্ডল জানান, আগামী ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের জন্য বাড়িতে বাড়িতে তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করছে পুলিশ। ইউপি নির্বাচনের আগের দিন পর্যন্ত পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।