গণ বিরোধী সরকার গণ দুর্ভোগ সৃষ্টি করেছেঃ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ এএম, ১৪ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৭:২৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জ্বালানী তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণ বিচ্ছিন্ন সরকার একের পর এক গণ বিরোধী সিদ্ধান্ত নিয়ে গণ দুর্ভোগ সৃষ্টি করেছে। করোনাকালে সরকারের ব্যর্থতায় এমনিতে জনগণের আয় ইনকাম কমে ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। তার ওপর জ্বালানী তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ও বাস ভাড়া বৃদ্ধির গণ বিরোধী সিদ্ধান্তে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
অন্যদিকে লাগামহীন লুটপাট-দুর্ণীতি চলছে, অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনের নামে প্রহসন চলছে। রাজনীতি ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে। ব্যর্থ,অযোগ্য সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে ১৫ নভেম্বর থেকে দেশব্যাপী প্রচার পত্র বিতরণ ও গণ সংযোগ কর্মসূচি সফল করারও আহ্বান জানান।
আজ শনিবার (১৩ নভেম্বর) ময়মনসিংহ নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুল আলম ফারুক, শুক্কুর মাহমুদ, বিএনপি নেতা এনামুল হক, হেলাল উদ্দিন আহমদ, এড.রেজাউল করিল তালুকদার, শেখ মোঃ আজিজুল হক, আতাহারুল ইসলাম বুলবুল, মঞ্জুরুল হক, শ্রমিক দলের জেলা সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন।