জয়পুরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৯ পিএম, ১২ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৩৭ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টায় পুলিশী বাধার মুখে রাস্তায় নামতে না পারায় ষ্টেশন রোডে জেলা বিএনপির অফিস রুমে তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করে।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ন আহবায়ক, মাসুদ রানা প্রধান, আ: ওয়াহাব ও সাবেক সাধারন সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান, আমিনুর রহমান বকুল, মতিয়র রহমান, সেলিম রেজা ডিউক, শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ৩ মাসের মধ্যে সয়াবিন তেল, ডিজেল, গ্যাস, এবং নিত্য প্রয়োজনীয় মুল্যের উর্ধগতির ফলে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত আজ নাজেহাল হয়ে পড়েছে। গ্রামে গঞ্জে নিরব দুর্ভিক্ষ চলছে, মানুষের কথা বলার অধিকার নেই, ভোটের অধিকার নেই, গনতন্ত্র নেই, এর জন্য বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে।