তেতুলিয়ায় ব্যালট ছিনতাই, নারীদের সাহসিকতায় রক্ষা ভোট কেন্দ্র, আটক ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ১১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:২৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় বেশ কিছু ব্যালট পেপার ও টাকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের সিপাহীপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এক বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
এর আগে, কিছু সংখ্যক লোক লাঠিসোটা নিয়ে ভোট কেন্দ্রে হামলা করে এবং জোরপূর্বক কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। মুহূর্তেই ভোটার শূণ্য হয়ে পড়ে ভোট কেন্দ্রের মাঠ। প্রায় দেড় ঘন্টা বন্ধ ছিলো ভোট গ্রহণ। পরে পুলিশ ও প্রশাসনের লোক এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পুলিশ জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছিলো। দুপুরের দিকে একদল লোক জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্র সংলগ্ন একটি বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, আটকদের বিষয়ে পরবর্তীততে প্রেস রিলিজ দেয়া হবে।
অপরদিকে একই ইউনিয়নে ফুটকি বাড়ি ভোট কেন্দ্রে নৌকার সমর্থকেরা ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করে। এ সময় চশমার মার্কার সমর্থকেরা প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েক জন আহত হয়েছে। চশমা মার্কার নারী সমর্থকদের ধাওয়ায় পিছুহটতে বাধ্য হয় নৌকা মার্কার সমর্থকরা। প্রায় এক ঘন্টা পর পুনরায় ভোট গ্রহণ শুরু করে।