ভোট শেষের আগেই করোনায় বিএনপি প্রার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২ পিএম, ২৮ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৪:৫৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনায় মারা গেলেন খুলনার চালনা পৌরসভার বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খয়ের খান (৬০)। করোনা পজিটিভ হয়ে গত ২৩ ডিসেম্বর থেকে আবুল খয়ের খান হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মরহুম আবুল খায়ের দাকোপ চালনার আইজউদ্দিন খানের ছেলে।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
করোনা ইউনিটের সমন্বয়ক ডা. ফরিদ উদ্দিন জানান, আবুল খয়ের করোনায় আক্রান্ত ছিলেন। তিনি আশঙ্কাজনক ছিলেন। সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, এই দিন চালনা পৌরসভা নির্বাচন ছিল। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগেই তার মৃত্যুর খবর আসে।
উল্লেখ্য, জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় সোমবার ভোটগ্রহণ করা হয়েছে। এতে তিনিসহ মেয়র পদে চারজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল, গৌতম কুমার রায় প্রার্থী রয়েছেন।
২০০৪ সালের নভেম্বর মাসে সুন্দরবনসংলগ্ন চালনা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ওই সময় বিএনপি নেতা আবুল খয়ের খান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।