এবারের পৌরসভার নির্বাচনেও আওয়ামীলীগের তান্ডব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
প্রথম ধাপে দেশের ২৪ টি পৌর নির্বাচন গ্রহণ শেষ এখন চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬ পিএম, ২৮ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৬:১২ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
বিকাল ৪ টা বাজার সাথে সাথে শেষ হলো ২৪টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। ২৪টি পৌরসভাতেই ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় মেয়র পদে কারা জিতলেন, সেই ফল পেতে খুব বেশি দেরি হবে না। তবে কাউন্সিলরদের ফল পেতে কিছুটা দেরি হতে পারে। প্রাথমিকভাবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বেশির ভাগ পৌরসভায় ভোটার উপস্থিতি ভালো ছিল।
২৪টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিচ্ছিন্নভাবে কিছু কেন্দ্র গোলযোগের ঘটনা ঘটেছে। পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। সীতাকুণ্ড পৌরসভায় ভোটগ্রহণের শুরুতেই একটি কেন্দ্রে গোলযোগ হয়। এ কারণে ২৫ মিনিটের মতো ভোটগ্রহণ বন্ধ ছিল। পাবনার চাটমোহর পৌরসভার মেয়রপদে প্রতিদ্বন্দ্বী দুই স্বতন্ত্র প্রার্থী বেলা ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অনিয়মের অভিযোগ তুলে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি প্রার্থী ও খুলনার চালনার বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন।
এদিকে ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনের ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান। প্রিসাইডিং কর্মকর্তা নিজেই ঘটান এই ঘটনা।
পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও কোনো কোনো পৌরসভার ভোট নিয়ে ভোটারদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে আঙুলের ছাপ না মেলা, বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকা, সরকারদলীয় মেয়রপ্রার্থীকে ভোট দিতে বাধ্য করা, নৌকা প্রতীকের ব্যাজধারীরা মেয়রপদের ভোট, ভোটারকে দিতে না দিয়ে নিজেরাই দিয়ে দেওয়া, শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতা পালন উল্লেখযোগ্য।
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় কয়েকটি কেন্দ্রে প্রার্থীসহ অনেক ভোটারের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) না মেলায় তাঁরা ভোট দিতে পারেননি। তাঁদের ফের বিকেলে ভোট দিতে বলেছেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা।
নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় মেয়র পদে তিনজন নির্বাচন করছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আল মামুন খান সকালে সাড়ে নয়টার দিকে গণ্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। নারকেলগাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম নয়ন ভোট দিয়েছেন পুঠিয়া মহিলা কলেজ কেন্দ্রে।
আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে ধানের শীষের প্রার্থী আল মামুন খান অভিযোগ করেছেন, কয়েকটি কেন্দ্রে নৌকার সমর্থকেরা তাঁর এজেন্টদের বের করে দিতে চেয়েছিল। পরে গিয়ে তিনি ঠিক করে দিয়েছেন।
সকালে পৌরসভার ২ নম্বর গণ্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকজন ভোটার ভোটকেন্দ্র থেকে বেরিয়ে বলতে থাকেন, ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তাঁরা ভোট দিতে পারেননি। তাঁদের দুপুরের পর আবার কেন্দ্রে যেতে বলেছেন প্রিসাইডিং কর্মকর্তা।
ওই কেন্দ্রের ভোটার মো. দেলোয়ার হোসেন বলেন, তাঁর ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তিনি ভোট দিতে পারেননি। তাঁর হাতে কোনো সমস্যা নেই। একই কেন্দ্রে ভোট দিতে গিয়ে বিপাকে পড়তে হয় ২ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মো. দুলাল মিয়াকে। তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তিনি ভোট দিতে পারেননি। একজন প্রার্থী হিসেবে ভোট দিতে না পেরে হতাশ তিনি। তিনি বলেন, ‘আরও বহু মানুষ ভোট দিতে পারেননি। তাঁরা কি আর ভোট দিতে আসবেন?’
পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জয়নুল আবেদীন বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় কিছুসংখ্যক ভোটার ভোট দিতে পারেননি। তাঁদের বেলা তিনটার দিকে আসতে বলা হয়েছে। তাঁদের সবার ভোট নেওয়া হবে। কেউ ভোট না দিয়ে যাবেন না।
দেশব্যাপী ২৪টি পৌরসভার নির্বাচনেও আগের মতোই আওয়ামীলীগের তান্ডব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় তান্ডবলীলা চালাচ্ছে। সরকারের ‘হার্ড হিটিং’ ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে।
আজ সোমবার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, খুলনার চালনা পৌরসভায় সকাল থেকে আওয়ামী সন্ত্রাসীরা কুরুক্ষেত্র বানিয়ে রেখেছে। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তাদের ওপর করা হয়েছে পৈশাচিক আক্রমণ। কুড়িগ্রামে পৌর নির্বাচন ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রগুলো দখল করে প্রশাসনের সহায়তায় দেদারসে নৌকা প্রতীকে সিল মারছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর নির্বাচনে সকাল থেকে থেকেই আওয়ামী সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্রগুলো দখল করে নিয়েছে।
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারছে।
তিনি বলেন, ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও পৌর নির্বাচনে গত দুই রাত থেকে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হুমকি দিয়ে তাদের এলাকা ছাড়া করে দিয়েছে। সকাল থেকে সব ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মারছে আওয়ামী সন্ত্রাসীরা। মানিকগঞ্জ সদর পৌর নির্বাচনেও বিএনপির এজেন্ট বের করে দিয়ে সব কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ।
রিজভী বলেন, নারায়ণগঞ্জ জেলাধীন তারাবো পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন বহু বাধা-বিপত্তি ও হুমকি-ধামকি উপেক্ষা করে গত ২০ ডিসেম্বর রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র জমা দেন। এরপর ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সময় ধানের শীষের প্রার্থীর প্রস্তাবককে স্থানীয় এমপি ও মন্ত্রীর কর্মচারী হাবিবুর রহমানকে স্বতন্ত্র প্রার্থী সাজিয়ে একই প্রস্তাবককে তার ভুয়া প্রস্তাবক বানিয়ে নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু সেসময় প্রস্তাবক দিলবার হোসেন নিজে উপস্থিত থেকে রিটার্নিং অফিসারকে সুস্পষ্টভাবে বলেছেন, ‘আমি শুধু ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিনের প্রস্তাবকারী। ’ কিন্তু রিটার্নিং অফিসার সেটি আমলে না নিয়ে নাসির উদ্দিনের প্রার্থিতা বাতিল করে দেন। এরপর থেকে ধানের শীষের প্রার্থীর প্রস্তাবকারী দিলবার হোসেনের ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। ক্ষমতাসীন গোষ্ঠী এ অমানবিক কাজের সঙ্গে জড়িত। স্থানীয় এমপি ও মন্ত্রীর স্ত্রী নৌকা মার্কার প্রার্থী, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতেই এ ধরনের জালিয়াতি করা হচ্ছে। বিবেকহীন নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পৌর নির্বাচন নিয়ে সরকারের হীন ইচ্ছাই প্রতিষ্ঠিত করছে।