লাকসাম পৌরসভাধীন ওয়ার্ড বিএনপির নতুন আহবায়ক কমিটি অনুমোদিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১ এএম, ১০ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১২:০৮ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
লাকসাম পৌরসভা বিএনপিকে অধিকতর শক্তিশালী করার লক্ষে এবং সারাদেশে বিএনপি পুনর্গঠনের অংশ হিসাবে লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা বিএনপির অধিনস্থ ৯ টি (নয়) ওয়ার্ড বিএনপির প্রতিটিতে ৩১ (একত্রিশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু ও সদস্য সচিব আবুৃল হোসেন মিলন।
ঘোষিত ওয়ার্ড কমিটিতে আহবায়ক এবং সদস্য সচিব হিসাবে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন-
১নং ওয়ার্ডে আহবায়ক মোহাম্মদ হোসেন, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন।
২নং ওয়ার্ডে আহবায়ক হাজী মো. মিজানুর রহমান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. সোলায়মান।
৩নং ওয়ার্ডে আহবায়ক মো. আবুল হোসেন কন্ট্রাকটার, সদস্য সচিব জালাল আহমেদ।
৪নং ওয়ার্ডে আহবায়ক মো. সামছুল হক, সদস্য সচিব মোখলেছুর রহমান।
৫নং ওয়ার্ডে আহবায়ক মো. আব্দুর রশিদ (সাবেক ওয়ার্ড কাউন্সিলর), সদস্য সচিব ছায়েদুল হক ছাদেক।
৬নং ওয়ার্ডে আহবায়ক বেলায়েত হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
৭নং ওয়ার্ডে আহবায়ক মো. আমান উল্লাহ, সদস্য সচিব জসিম উদ্দিন।
৮নং ওয়ার্ডে আহবায়ক মো. আহসান হাবিব, সদস্য সচিব মো. আবদুস শোকর।
৯নং ওয়ার্ডে আহবায়ক মো. আবদুল মান্নান, সদস্য সচিব মো. গোলাফুর রহমান।
ঘোষিত আহবায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে গ্রাম এবং বিশেষ ক্ষেত্রে পাড়া/ মহল্লায় দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।