ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে আ’লীগের ১৪ জন পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০১ পিএম, ৮ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:০৪ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
র্যাব-১১ রবিবার (৭ নভেম্বর) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইলে অভিযান চালিয়ে আওয়ামীলীগের ১৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সিদ্দিক গাজী (৩৫) মোশারফ হোসেন (২৮) মোঃ আলাউদ্দিন (২০) মোঃ জনি মিয়া (২২) শ্রী প্রকাশ চন্দ্র দাস (২১) আমিনুল ইসলাম (২১) মোঃ তুহিন (১৮) মান্নান (২৫) আমির হোসেন (৩৫) মাহামুদ হাসান বাবু (১৯) ইমরান ইসলাম (২১) শ্রী বিশাল সিং (২৬) অবিদ মিয়া (৪৪) ও কবির হোসেন (৫০) গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৩ হাজার ৭’শটাকা উদ্ধার করা হয়।
চালকরা জানান, গ্রেফতারকৃতরা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের কর্মী। স্থানীয় সরকার দলীয় চাঁদাবাজ চক্র তাদের নিয়োগ করেছে চাঁদা আদায়ের জন্য।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইলস্থ ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়কের উত্তর পাশের কাইয়ুম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার এলাকায় টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক প্রতি হাজার গাড়ী হতে দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।