বিপ্লব ও সংহতি দিবসে বক্তারা
জিয়াউর রহমান মুক্ত হয়ে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ এএম, ৮ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৯:১২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বগুড়া জেলা বিএনপি। এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, জিয়াউর রহমানের ভাষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার শহরের নবাববাড়ী রোডস্থ টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক সদর আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজের সভাপতিত্বে সভায় আলোচকবৃন্দ ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর সভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা পৌর মেয়র রেজাউল করিম বাদশা, মোশারফ হোসেন এমপি, ডা: সিএম ইদ্রিস, ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুর ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহা: হাসানাত আলী ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এ দিনে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যম-িত। দেশমাতৃকার চরম সংকটকালে ১৯৭৫ এর ৩ নভেম্বর কুচক্রিরা জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করে। এ অরাজক পরিস্থিতিতে ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন। এর পর শহীদ জিয়া দেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, শহর বিএনপির আহবায়ক মাহবুবর রহমান বকুল, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান সাকিল, মাফতুন আহমেদ খান রুবেল, বিএনপি নেতা মোশারাফ হোসেন চৌধুরী, কৃষকদল জেলা কমিটির আহবায়ক আকরাম হোসেন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মযনুল হক বকুল জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম রিগ্যান, সহ শহর বিএনপির আওতাধীন ২১টি ওয়ার্ড কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক। আলোচনা সভার অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।