কক্সবাজারে গুলিবিদ্ধ শ্রমিকলীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৯ পিএম, ৭ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১০:২১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের।
আজ রবিবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকা জহিরুল ইসলামের নিকটাত্মীয় ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোছাইন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তার মৃত্যুর খবরে কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংক রোড়ে বিক্ষুব্ধ সমর্থকরা অসংখ্য যানবাহন ভাংচুর করছে। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরতলীর লিংকরোড এলাকায় প্রতিপক্ষের গুলিতে জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই ঝিলংজা ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার আহত হয়েছিলেন।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উভয়কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান জহিরুল ইসলাম সিকদার।