তরিকুল ইসলামের জন্য কোনো বিশেষণ যথার্থ নয় - টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৫ এএম, ৬ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৪৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তরিকুল ইসলামের জন্য কোনো বিশেষণ যথার্থ নয়, তিনি ছিলেন সাচ্চা দেশপ্রেমিক জাতীয়তাবাদী উদার গণতান্ত্রিক মানুষ। তিন ছিলেন আপামর গণমানুষের জাতীয় নেতা। দলের জন্য, কর্মীর জন্য, নেতার জন্য, শুধু দল নয়, দেশের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তার মতো ত্যাগী নেতা দেশে বিরল।
তিনি বলেন, আজকের এই ক্রান্তিকালে তার নেতৃত্বের অভাব শুধু আমরা নই গোটা জাতি অনুভব করছে। স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দলোনের নেতৃত্ব দিয়ে বারবার নির্যাতিত ও কারবাসী হয়েও তিনি কখনই আদর্শচ্যুত হননি। জনাব টুকু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত তরিকুল ইসলামের ভূমিকা তুলে ধরে বলেন, তাঁর মতো অসাম্প্রদায়িক নেতা আর দেখা হয়নি।
তিনি বলেন, দেশে পরিকল্পিত সাম্প্রদায়িক অশান্তি তৈরি করে আওয়ামী লীগ একাই প্রতিবাদ করছে আর বিএপিকে গালি দিচ্ছে। দুর্ভাগ্য তাদের এবার হিন্দু সম্প্রদায় সত্য নিশ্চিত হয়ে তাদের ফাঁদে পা দেয়নি। বিএনপি নেতৃবৃন্দকে অভয় দিয়ে তিনি বলেন, হতাশার কোনো কারণ নেই, সময় নিজেই তৈরি হচ্ছে, সকল অত্যাচার, হত্যা গুমের অবসান হবে। আপনারা ঐক্যবদ্ধ হন সামনেই কঠিন কর্মসূচি আসছে। সকল কর্মসূচি সফল করে সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রীকে মুক্ত এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি তরিকুল ইসলাম, রাজধানীর সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করেন। সকল বক্তাই জননেতা তরিকুল ইসলামের অভাব তুলে ধরে তাঁর কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। তারা আন্দলোনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।
তরিকুল ইসলাম স্মরণে জেলা বিএনপির চার দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাড. জাফর সাকিদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মেহেদী রুমি, ভাইচ চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী, খুলনাবিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি সোহরাব হোসেন, কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ, সাবেরা নাজমুল মুন্নি, সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. মোহাম্মদ ইসহক প্রমুখ। স্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের সহধর্মিণী জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও তাঁর কনিষ্ঠ পুত্র কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ শতশত নেতাকর্মী।