স্থানীয় সরকারের অর্থ লুটপাট করতেই ক্ষমতাসীনরা ‘একতরফা’ ইউনিয়ন পরিষদ নির্বাচন করছে - রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৪ এএম, ৩ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৩৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
স্থানীয় সরকারের অর্থ লুটপাট করতেই ক্ষমতাসীনরা ‘একতরফা’ ইউনিয়ন পরিষদ নির্বাচন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনের অবস্থা তুলে ধরতে গিয়ে আজ মঙ্গলবার দুপুরে এক মানবন্ধনে তনিি এই অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীতাবাদী তাঁতী দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তাঁত শিল্পে ব্যবহৃত সুতা, রং ও কেমিক্যালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধন হয়।
রুহুল কবির রিজভী বলেন, ইউপি নির্বাচন হচ্ছে নিজেরা নিজেরাই করে যাচ্ছে মারামারি করে, হানাহানি করে। এরা জানে যে, আওয়ামী লীগ থেকে যে নমিনেশন পাবে সেই তো পাস। প্রতিদ্বন্দ্বিতার দরকার নেই, নির্বাচনের দরকার নেই। তাই যেভাবে হোক ওই সোনার হরিণ আমাকে চেয়ারম্যান হতে হবে। আর চেয়ারম্যান হলে পরেই তো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তার সিন্দুকে ঢুকে যাবে। সুতরাং ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের একটা টিকেট দরকার। কারণ যেখানে প্রতিদ্বন্দ্বিতা নাই সেখানে তো লুটপাট, সেখানে তো টাকা আত্মসাতের এক বিরাট সুযোগ। সেজন্য আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা নিজেরা নিজেরা রক্তারক্তি করছেন আওয়ামী লীগের একটি টিকেট পাওয়ার জন্য। এই হচ্ছে দেশের নির্বাচনের পরিস্থিতি।
তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফান্ড নয়-ছয় হয়েছে, তসরুফ হয়েছে। শ্রমিক কল্যাণ ফান্ডের তহবিল নয়-ছয় কি করে হলো? আজকের এই তাঁতী দলের মানববন্ধন থেকে আমরা দাবি করছি, এই শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ হওয়া, নয়-ছয় হওয়া, তসরুফ হওয়া এজন্য শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭ ফাইল খোয়া যাওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটা কারো বুঝতে বাকি আছে কেনো ১৭টা ফাইল গায়েব হলো? আমার কিন্তু মনে হচ্ছে, আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা দেশ ছেড়ে ভাগতে চাচ্ছে। তাই কোনো ডকুমেন্ট না থাকে এই কারণে এই ১৭টা ফাইল গায়েব করে দেয়া হয়েছে। এটা মন্ত্রীর নির্দেশেই গায়েব করা হয়েছে। মানে সামনে কোন পরিস্থিতি হয়, আবার এই ফাইলগুলো থেকে কত টাকা কত পারসেন্টেজ দেয়া হয়েছে তার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে এই কারণে এই ফাইলগুলো হাওয়া করে দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে প্রেরণের দাবিও জানান রিজভী।
রিজভী বলেন, এখন দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার তো কথা নয়। প্রত্যেকটি জায়গা থেকে আওয়ামী লীগের নেতাদের পারসেন্টেজ দরকার। এই পারসেন্টেজ নিশ্চিত করার জন্য তাদের সিন্ডিকেট, তাদের লুটেরারা সব জায়গায় বিস্তার লাভ করেছে। উদ্দেশ্য একটাই- তাদের পকেট ভারী করা এবং তাদের টাকা-পয়সা আরো বৃদ্ধি করা। তাদেরকে যদি যেকোনো রাজনৈতিক পরিবর্তনের মুখে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয় তাহলে তাদের জীবন যাতে বিদেশে আরাম-আয়েশে কাটে সেজন্য প্রত্যেকটি জায়গা থেকে তারা টাকা উঠাচ্ছে। মানুষের গলায় পা দিয়ে টাকা উঠাচ্ছে এই ক্ষমতাসীনরা। এই সরকারের আমলে তাঁত শিল্প আজকে ধ্বংস হওয়ার পথে। সূতা, রংসহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে কয়েকগুন। আজকে সিরাজগঞ্জ, কুমারখালী, নরসিংদী, টাঙ্গাইলসহ বিভিন্ন জায়গায় তাঁতীরা যুগের পর যুগ ধরে এদেশের মানুষের বস্ত্রের যোগান দিয়েছে তারা আজকে নিশ্চিহ্ন হওয়ার পথে। যারা গণবিরোধী সরকার তারা জনকল্যাণে কিছু করে না। যদি করতোই তাহলে আমাদের তাঁত শিল্প এভাবে ধ্বংস হয়ে যেতো না।
জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, সহ- সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।