লেবাননে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ২ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৫৪ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া কামনার মধ্য দিয়ে লেবাননে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লেবানন শাখা।
গত রোববার (৩১ অক্টোবর) বৈরুতে আল কোলা শ্রমিক ফেডারেশন হল রুমে লেবানন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও লেবানন বিএনপি শাখা নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক আবদুল করিম এর সভাপতিত্বে এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বাংলাদেশের জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেবানন বিএনপি শাখা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসীম আকরাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেবানন বিএনপি শাখা নির্বাহী কমিটির সেক্রেটারী জেনারেল আমিনুল ইসলাম আইমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা সদস্য আহাদ আবদুর রহমান, দপ্তর সম্পাদক জি এম সুমন, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ সরকার, মহিলা দলের সভাপতি সুলতানা নুর।
প্রধান বক্তা হিসাবে বক্তব্যে ছিলেন, লেবানন যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাশার নেওয়াজ ও বিশেষ বক্তা হিসাবে বক্তব্যে ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসাদুল কবির।
সে সময় অতিথির বক্তব্যে লেবানন শ্রমিক ফেডারেশন প্রেসিডেন্ট কেষ্ট আবদুল্লাহ সকল প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা এখানের মালিক বা কোন কোম্পানি যদি ন্যায্য মজুরি পরিশোধ না করেন বা কোন প্রকার আপত্তিকর আচরণ করে থাকেন তাঁকে জানাতে অনুরোধ করেন।
এছাড়া বক্তব্য রাখেন, যুবদল লেবানন শাখার সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন, সহ সভাপতি আনোয়ার হোসেন আকন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা রেহেনা পারভিন, সিনিয়র সহ সভাপতি মিনা আক্তার, যুবদল নিউ রাউদা শাখা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিকন, যুগ্ম সাধারণ মিলন সিকদার, যুবদল জুরাইলা শাখা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন ইজ্জত, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান সাব্বির, প্রচার সম্পাদক ফিরোজ আহমেদ, আধুনিস শাখা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মুক্তার মিয়া, আহবায়ক সদস্য পরান আহমেদ।
বক্তারা মধ্যরাতের ভোট ডাকাত অনির্বাচিত সরকারের অপসারণ, গণতন্ত্র পুনঃরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।
অবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।