এদেশে আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হবে- ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩০ পিএম, ১ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫৪ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, এদেশে আবার বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হবে। আমরা সেই আন্দোলনের প্রস্ততি নিচ্ছি।
তিনি অভিযোগ করে বলেন, এখন বিএনপির সম্প্রীতি সভা, মিলাদ মাহফিল ও মিছিলেও সরকার বাধাঁ দেয়। এখান থেকেও আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের কোন বিকল্প নেই। এ জন্য সকল ভেদাভেদ ভুলে প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার আহ্বান জানান।
গতকাল রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শহরের স্টেশন রোডে জেলাবিএনপির দলীয় কার্যালয়ে জামালপুর জেলা কৃষক দল আয়োজিত কেন্দ্রিয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ বিএনপি নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
জামালপুর জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি সালেহীন মাসুদ মাস্টারের সভাপতিত্বে সভায় জেলা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।