তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ দিকপাল - মুকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ এএম, ১ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৩২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
‘দেশ-বিদেশে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনারা দেশের জন্য কাজ করেন আর আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশ না থাকলে পদ নিয়ে কি করবেন? তাই সবাইকে দলের গঠনতন্ত্র মেনে কাজ করতে হবে। দল দলের গতিতে চলবে, কমিটিও হবে। দলের দুর্দিনে আপনারা সবাই একে অপরকে কটূক্তি না করে দেশ ও দলের জন্য কিছু করেন। সারাদেশে ও দেশের বাইরে ৮৫ শতাংশ লোক বিএনপি করে। যদি নিরপেক্ষ ভোট হয় আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। তাই সবাই একত্রিত হয়ে অগ্রসর হোন। বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্যে কাজ করুন।’
আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিয়মিত সাংগঠনিক সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলি মুকিব।
গত শুক্রবার আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মুকিব আরো বলেন, ‘তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ দিকপাল।’ তিনি বলেন, ‘বিএনপি ভাল থাকলে দেশ ভাল থাকে। আওয়ামী লীগের অরাজনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে লিখুন। আ’লীগের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে লিখুন। মনে রাখবেন দল পরিচালনা করা তথা নেতৃত্ব আল্লাহর দান। আপনারা প্রতিযোগিতা করুন তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়।’
সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় করোনা মহামারি দুর্যোগ মোকাবিলায় ইউএইতে সর্বাত্মক কাজ করেছি ব্যক্তিগত ও দলীয়ভাবে। যারা কাজ করে না তাদের ভুল নাই, কাজ করতে গেলে মানুষ হিসাবে ভুল হওয়াটাই স্বাভাবিক, তবে দেখতে হবে বেশিরভাগ সিদ্ধান্ত সঠিক হয়েছে কি না।’ ‘১৫১ কমিটি থেকে প্রায়ই ৫০ জনকে বাদ দিয়ে কমিটি অনুমোদন হওয়ায় সঙ্গত কারণে অনেকেই মন খারাপ করেছে, যা আমি নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি, এরপরও কিছু লোক দলের বাইরে রয়ে গেছেন, যারা সংখ্যায় অত্যন্ত কম। কিন্তু আপনি সমালোচনা ও আলোচনা যা করবেন তা অবশ্যই দলের ফোরামের ভেতরে হতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আছে, দলের কারো বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বা ডাইরেক্ট কটাক্ষ করা যাবে না।’ তিনি অনুরোধ জানান ব্যক্তিগত কোনো সমস্যা যাতে দলীয় ফোরামে না নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, ‘ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দেশনেত্রীকে মুক্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে এনে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করব।’
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল মান্নান (সিনিয়র যুগ্ম আহবায়ক সাউদিয়া বিএনপি) বলেন, ‘আপনারা প্রমাণ করেছেন আপনারা কতটুকু সাংগঠনিক। আশা করি আগামীর নেতৃত্ব আপনাদের থেকেই সৃষ্টি হবে।’ তিনি বলেন, আহমেদ আলি মুকিব সাহেব অত্যন্ত সাংগঠনিক ও নির্লোভ একজন নেতা, যিনি অত্যন্ত সহজ সরল লাইফ এক্সপেন্ড করেন। তিনি মুকিব সাহেবকে অনুরোধ করে বলেন, আশা করি আপনি সরাসরি না পারলে অন্তত জুম মিটিং-এর মাধ্যমে একটা কাউন্সেলিং করার সুযোগ করে দিবেন।
বিশেষ অতিথির বক্তব্যে দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান বলেন, ‘আপনারা এত ব্যস্ততার পরও দল করেন সে জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা আরো বিশদ স্টাডি করবেন বিএনপির ইতিহাস-ঐতিহ্য নিয়ে, তাহলেই কেউ আপনাদের মিসগাইড করতে পারবে না। জ্ঞানই শক্তি।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা নুরুল আবছার (সুমন), আমিন আলী, সহ-সভাপতি আমিরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আ. রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ, যুগ্ম সম্পাদক মাহে আলম, যুগ্ম সম্পাদক আ. কুদ্দুছ খালেদ, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ শহীদুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ ফারুক হোসেইন, সেলিম উদ্দিন খান, নূর হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপু, সহ- সাংগঠনিক সম্পাদক যথাক্রমে কাজী শাহাদাত হোসেন টিপু, মো. জামাল উদ্দিন, কয়েস আহমদ, শাহেদ আহম্মেদ রাসেল, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, মহিলা সম্পাদিকা সামছুন নাহার স্বপ্না, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম টিপু, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহীন, আল আইন বিএনপির সভাপতি শওকত ওসমান, উম আল কুইন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, মুসাফফা বিএনপির সভাপতি রুহুল আমিন, রাস আল খাইমা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, ফুজাইরা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, দুবাই বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদিইন, দুবাই বিএনপির সদস্যসচিব মজিবুল হক মঞ্জু, শারজাহ বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কিরন, আজমান বিএনপির সাধারণ সম্পাদক ছায়েদ ভূঁইয়া ফারুক, ফুজিরাহ বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলায়মান, আল-আইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মোছাফফা বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ হোসেন তালুকদার প্রমুখ।