চমেক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪১ পিএম, ৩১ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৬:১৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার (৩০ অক্টোবর) রাতে কলেজ ক্যাম্পাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন রক্তিম দে (২১) ও এনামুল হোসেন ওরফে সীমান্ত (২১)। দুজনই চমেক এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রক্তিম দে ১১ ও এনামুল হোসেন এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি।
গতকাল সকালে ক্যাম্পাসে মাহাদি জে আকিব নামের এক ছাত্রকে মারধরের ঘটনায় এ মামলা হয়। আকিব বর্তমানে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন আকিবের ভাই তৌফিকুর রহমান।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আকিবকে মারধরের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা মেডিকেলের ছাত্র।
এদিকে ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আকিবকে মারধরের ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা ১১টায় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগের এক পক্ষ।
গত শুক্রবার মেডিকেল ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি হয়। এ ঘটনার জের ধরে গতকাল ক্যাম্পাসে আকিবকে মারধর করে এক পক্ষ। পরে দুই পক্ষের মধ্যে আবার মারামারির ঘটনা ঘটে। দুই পক্ষের একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী, অন্যটি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। আকিব প্রথম পক্ষের অনুসারী। এ ঘটনার পর গতকালই মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। রাতই ছাত্রাবাস ছেড়েছেন শিক্ষার্থীরা।