আদমদীঘিতে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ পিএম, ২৯ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৪৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
যুব-ঐক্য-প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ৮ টায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির আহবায়ক মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফিরোজ মোঃ কামরুল হাসান, পৌর মেয়র ও আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন ভুট্টু, সদস্য এম এফ সিদ্দীকি গুড্ডু এহসান, সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, মহিলা নেত্রী হাসিনা মমতাজ মুক্তা, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, যুবদল নেতা মিঠু হোসেন, সাদেক হোসেন, ছাব্বির হোসেন, রাসেদ, রুবেল, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন দলের নেতা-কর্মীরা। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে মাঠে থাকার আহবান জানায়।