গণঅভ্যূত্থানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে - প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৯ পিএম, ২৭ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:২১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের সম্পৃক্ততায় গণ অভ্যূত্থানের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দবী আদায় করা হবে এবং জনগণের শাসন কায়েম করা হবে। তিনি আরও বলেন, বতর্মান সরকারের দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে যুব সমাজকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এজন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুব দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যুব সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
এ সময় মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,কাজী রানা,শাহ শিব্বির আহমেদ বুলু, শামীম আজাদ,বিএনপি নেতা এ বি সিদ্দিকুর রহমান প্রমূখ।
এর আগে সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে স্থানীয় শিশু একাডেমি মাঠে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম রাজুর সন্চালনায় পৃথক আরেকটি সমাবেশ অনুষ্টিত হয়।