সারাদেশে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ পিএম, ২৬ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:২১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সারাদেশে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১২ টায় ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামস মতিন, জহুরুল ইসলাম, ডালিম প্রমুখ।
মানববন্ধনে বক্তাগন বলেন, সারাদেশে মানুষের দৈনন্দিন ব্যবহার্য নিত্যপণ্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে মানুষ দ্রব্যমূল্যের কাছে অসহায় হয়ে পড়েছে। সাধারন মানুষের কথা বিবেচনা না করে সিন্ডিকেটের মাধ্যমে জিনিষপত্রের দাম বাড়ানো হচ্ছে। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমানো উচিত এবং দাম বৃদ্ধিতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।