খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল
কর্তৃত্ববাদী সরকারের অপকর্মের ছোবলে দেশ এখন ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন - মঞ্জু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৮ এএম, ২৩ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ১০:২০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের নানা অপকর্মের ছোবলে দেশ এখন ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন। রাষ্ট্র পরিচালনায় সবক্ষেত্রে চরম ব্যর্থ বর্তমান অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত করে বাকশালী কায়দায় বিরোধী দল ও মত দমনে এখন অধিক মাত্রায় বেপরোয়া।
আজ শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর শ্রমিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি মঞ্জু বলেন, বর্তমান অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পায় যে, তারা কোনোমতেই তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতির দেওয়ার কথা ভাবতে পারেন না। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে তাঁর চিকিৎসা নিয়ে রাজনীতি কেনোমতেই বাঞ্ছনীয় নয়। হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনী ও চোখের সমস্যা ছাড়াও পুরনো আর্থ্রাইটিস এবং নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হওয়া ও কোভিড পরবর্তী জটিলতায় তাঁর শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। দেশের একজন শীর্ষ রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী, বয়োজেষ্ঠ নাগরিক, একজন নারী হিসেবে উপরন্ত একজন জেলবন্দী ব্যক্তির যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যুনতম মানবাধিকারেরই অংশ। হিন্দু সম্প্রদায় কখনোই তাদের উৎসবমূখর পূজা বানচাল করতে কোরআনকে অবমাননা করবে না। সামান্যতম ঈমান থাকলে কোনো মুসলিম কোরআনকে অবমাননা করতে ষড়যন্ত্র করতে পারে না। পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে সাবেক সাংসদ মঞ্জু সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহবান জানিয়েছেন। শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে পুর্ব অলোচনায় সভায় প্রধান আলোচক ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক/সভাপতি নজরুল ইসলাম খানের সুস্থতা এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ভাষা সৈনিক এম নুরুল ইসলাম দাদুভাই, নগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন হাওলাদার, সিনিয়র সহসভাপতি মো. আজিজুল হক, যুগ্ম-সম্পাদক গাজী সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কাজী আবুল হাসান বকুল, দাদাম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন দিলখোস, ইজিবাইক শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম মানিক, দৌলতপুর থানা শ্রমিক দলের সহসভাপতি সিদ্দিকুর রহমান সিকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান, মেহেদী হাসান দিপু, মো. সাইমুন ইসলাম রাজ্জাক, নগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, আবু বক্কর সিদ্দিক, সৈয়দ আনোয়ার হোসেন, মো. মাহবুব হোসেন, জিএম মাহবুবুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মোল্যা আকরাম হোসেন, আবুল হাসান হাওলাদার, কামরুজ্জামান জামান, মো. আলমগীর হোসেন আলম, আব্দুল গফুর মোল্যা, মো. সেলিম হোসেন মন্টু, মো. রিপন আকন, মো. আসাদ সানা, শহিদুল ইসলাম, মো. সেলিম হোসেন, ইব্রাহিম খলিল, জামান চৌধুরী, বাবুল গাজী, মো. হালিম প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার।