প্রতিমন্ত্রীর কথা আগুন উসকে দেওয়ার মতো : জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ এএম, ২৩ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০২:৫৭ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে উদ্দেশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, হঠাৎ আমাদের সরকারি দলের একজন প্রতিমন্ত্রী কিছু বেফাঁস কথা বললে ফেললেন। যেটা অনেকটাই আগুনের মতো উসকে দেওয়ার অবস্থা। আমি মনে করি, সরকারের তরফ থেকে আরও গভীরভাবে বিবেচনা করার সময় এসেছে যে, এই ষড়যন্ত্রকারী কারা?
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গড়ে তোল মুক্তধারার গণজাগরণ’ শীর্ষক সমাবেশটির আয়োজন করে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ।
জি এম কাদের বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার বছরের ঐতিহ্য আছে। আমার এত বয়স হয়েছে আমি কখনো দুর্গাপূজায় কোনো সমস্যা দেখি নাই। সেখানে আমরা দেখলাম একটি বিশেষ মহলের যড়যন্ত্র।
জাতীয় পার্টির এই চেয়ারম্যান বলেন, এটা সাম্প্রদায়িক কিছু নয়। কুচক্রী মহল এটা করেছে। তারা হিন্দুদের ঘরবাড়ি, মন্দির আক্রমণ করলো।
আমার কথা হলো একটা ঘটনা এত সুন্দরভাবে ঘটে গেল কিন্তু কেউ প্রতিহত করল না! এটা একটা চক্রান্ত। এর পেছনে কী আছে জানি না। তবে আমাদের দেশের মঙ্গলের জন্য হচ্ছে না এটা জানি।
জাতীয় সংসদের এই বিরোধী-দলীয় নেতা সরকারকে উদ্দেশ করে বলেন, কোরআন শরিফ অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চলে
হিন্দুদের মন্দির, ম-প, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার সমন্বিত একটি প্রয়াস কেন গোয়েন্দা সংস্থা আগে থেকে জানতে পারল না, তা আপনারা উদ্ঘাটন করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হামলা কেন ঠেকাতে পারল না, তা–ও উদ্ঘাটন করুন।
জাতীয় পার্টির নেতাকর্মীসহ দেশের সবাইকে অনুরোধ জানিয়ে জি এম কাদের বলেন, বিপদে–আপদে নিজের জীবন দিয়ে হলেও সংখ্যালঘুদের জীবনকে রক্ষা করুন।
সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, এই দেশে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না। এরশাদ সাহেবের শাসনামলে তিনি সব দিয়েছেন। যে বা যারা ঘোলা পানিতে মাছ শিকার করছে, পরিকল্পিত ভাবে এই কাজ করছে তারা ছাড়া পাবে না।
সেই সঙ্গে যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে, তাদেরকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলটির ঢাকা দক্ষিণের জহিরুল আলম প্রমুখ বক্তব্য দেন।