গাবতলী পৌর ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন-লুকু সভাপতি-তাসকিন সম্পাদক নির্বাচিত
দেশে গনতন্ত্র হরন হয়েছে, তা উদ্ধার করতে হবে - ছাত্রদল সম্পাদক শ্যামল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ২২ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:০২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কেন্দ্রিয় ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন শ্যামল বলেছেন, গনতন্ত্রকে পুনঃ উদ্ধার করার জন্য বিএনপির চেয়ারপর্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পেলেই সকল নেতাকর্মীকে ঘর থেকে রাজপথে বেড়িয়ে আসতে হবে। দেশে গনতন্ত্র হরন হয়েছে, তা উদ্ধার করতে হবে। সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। সে জন্য তিনি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আজ শুক্রবার বগুড়ার গাবতলী পৌর ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে গাবতলী আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ছাত্রদলের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দীন রাজু, মোঃ করিম প্রধান রনি, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি, গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোরশেদ মিলটন, পৌরসভার মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম।
এসময় পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, সুরাইয়া জেরিন রনি, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম পিন্টু, মতিউর রহমান মতি, এস্কান্দার আলী ময়না, আবু হাসনাত শাহীন, কামরুল হাসান, নুরুজ্জামান সজল, বিএনপি নেতা নুরুল্লাহ, তরিকুল ইসলাম, যুবদল নেতা হারুন-অর-রশিদ হারুন, আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দৌলতজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভারপূর্বে গোপন ব্যালেটের মাধ্যম ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট গ্রহন করা হয়। এতে ৭৯ জন পৌর ছাত্রদলের নেতাকর্মী ভোট প্রদান করেন। সভাপতি পদে ৩ জন ও সাধারন সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করেন। ৪৬ ভোট পেয়ে জাকিরুল ইসলাম লুকু সভাপতি ও ২৯ ভোট পেয়ে রাহাত আহম্মেদ তাসকিন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি অপর দুই প্রার্থী আব্দুল ওহাব ৩০ ও নুরুন্নবী নাবীব ৩ ভোট এবং সাধারন সম্পাদক অপর দুই প্রার্থী মোস্তফা কামাল মিঠু ২৬ ও আব্দুল গনি ২৪ ভোট পেয়েছে। নির্বাচিত সভাপতি সম্পাদক পুনাঙ্গ কমিটি করে আগামী ২ বছরের জন্য পৌর ছাত্রদলের দায়িত্ব পালন করবেন। নির্বাচিত সভাপতি সম্পদককে গাবতলী পৌর বিএনপির পক্ষ থেকে আহবায়ক ডাঃ ছাবেদ আলী ও যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম ফুলদিয়ে শুভেচ্ছা জানান।