এটি হিন্দু-মুসলমানের সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা - রব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ এএম, ২১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৫৭ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সাম্প্রদায়িক হামলার বিষয়টিকে হিন্দু-মুসলমানের সমস্যা নয় উল্লেখ করে এটিকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন জাতীয় সমাজতান্ত্রকি দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘এটি হিন্দু-মুসলমানের সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার পর থেকে আমরা সাম্প্রদায়িকতাকে কবর দিয়েছিলাম। ১৯৭২ সালের পর থেকে যত ঘটনা ঘটেছে সেগুলোর কোনো বিচার হয়নি। তাদের উদ্দেশ্য হলো এদেরকে তাড়িয়ে দিয়ে জায়গাগুলো দখল করা। যারা ভোট ডাকাতি করে, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। মানুষের প্রতি কোনো ভালোবাসা ও কমিটমেন্ট থাকে না।’
আজ বুধবার দুপুরে ফেনী শহরের ট্রাংক রোড কালিবাড়ি মন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এরআগে তিনি ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন।
স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম রব বলেন, ‘সাম্প্রদায়িকতা ‘৭১ সালের কবর দেয়া হয়েছে। এটি সাম্প্রদায়িক ঘটনা নয়। দলীয় স্বার্থ, মানুষের স্বার্থ এবং মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এ ঘটনা ঘটেছে। ’৭১ সালে যেভাবে দেশ স্বাধীন হয়েছে ঠিক সেইভাবে আবার জাতি-ধর্ম-বর্ণ সবকিছু মিলিয়ে কৃষক, শ্রমিক, জেলে, নাপিত, দোপা, কামার, কুমার, পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বিশেষ একটি মহল ও গোষ্ঠী তাদের স্বার্থ, উদ্দেশ্য হাসিল এবং ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এগুলো করছে। এটি আর করতে দেয়া হবে না, এটি চলতে পারে না। বিচার হয় না বলে এ ঘটনাগুলো ঘটছে। কারা এ ঘটনাগুলো করছে। দলীয় লোকজনের নাম এলে আর তদন্ত হয় না।’
এসময় মিসেস তানিয়া রব, জেএসডির কার্যকরি সভাপতি শাহ কামাল আনিসুর রহমান, আইনজীবী জোটের সভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জিপি প্রিয়রঞ্জন দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন ও সাধারণ সম্পাদক লিটন সাহা এবং যুগ্ম সম্পাদক সাংবাদিক যতন মজুমদার, জেএসডির ফেনী জেলা সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি হিরা লাল চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনিল নাথ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, তপন কর প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার ফেনী শহরের ট্রাংক রোডে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ, আওয়ামী লীগ ও মুসল্লীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই রাতে শহরের বেশ কিছু দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
দেখুন: