বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহ্’র মৃত্যুবার্ষিকীতে কাতারে স্মরণ সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১১:৫৫ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাতারস্থ গাজীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম উদ্যোগে ১৪ অক্টোবর বৃহস্পতিবার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাতারের দোহা জাদিদের নিউ জামান রেস্টুরেন্টে আয়োজিত এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন গাজীপুরের কাপাসিয়ার কৃতিসন্তান নবগঠিত ফোরামের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন। সদস্য সচিব জাকির হোসাইনের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি এ কে এম আমিনুল হক, সহ সভাপতি ইসমাইল মনসুর, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সহ সভাপতি ইউসুফ সিকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াকুব খান, ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু ফণী ভূষণ দাস, সুখ হারাজ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বিএনপি নেতা মামুন, জাকারিয়া।
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাতার যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম সুমন, অন্যতম যুবনেতা সেলিম খান, যুবনেতা লিমন ভূইয়া, শ্রমিকদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক আবু তৈয়ব নয়ন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রব, রফিক খান, আতিক আসলাম, রহিম বাদশা, যুবনেতা শাহদাত তরিকুল, যুবনেতা আহমেদ সুজান, যুবনেতা মাফুজ হেলাল, যুবনেতা ইমরুল, যুবনেতা পারভেজ, যুবনেতা নুরে আলম, যুবনেতা কুতুবুল আলম, হাসান, হামিদুল, শাহ রাসেল, শাহরুখ, কবির, স্বেচ্ছাসেবক দল নেতা ইরান, মুরাদ, জিসাস এর সভাপতি জনাব মুক্তার তালুকদার, সিনিয়র সহ সভাপতি এম আই লিমন, আনোয়ার প্রমূখ।
গাজীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, তাওহিদ খান, শাহীন আল মামুন, রাশিদুল ইসলাম, হানিফ ইমরান, সুমন ও সদস্য ওবায়দুর রহমান, ফারুক, জহিরসহ আরো অনেকেই।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নূরে আলম জাহাঙ্গীর। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।