কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৫ পিএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১২:৫২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১৫ অক্টোবর শুক্রবার বিকালে রাজধানী ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অফিসে এ কমিটি হয়।
কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির কার্য্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভের ৫৫ জন ভোটার থাকলেও একজন ভোটার অনুপস্থিত থাকায় প্রত্যক্ষ ভাবে ৫৪ জন ভোটার ভোট প্রদান করেন। গণতান্ত্রিক পদ্ধতিতে কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদের বিপরীতে দু'জন করে প্রার্থী ছিলেন।
নির্বাচনে গোপন ব্যালটে ৪৩ ভোট পেয়ে আহবায়ক নির্বাচিত হন - বিএনপির স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য, সাবেক সফল পাট মন্ত্রী, কাপাসিয়ার কৃতিসন্তান, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র কনিষ্ট পুত্র বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান খলিল পেয়েছেন ১১ ভোট।
সদস্য সচিব ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম পেয়েছেন ২০ ভোট।
কমিটি গঠনে কাউন্সিল পর্বে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন, সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, যুগ্ম-আহবায়ক মজিবুর রহমান সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন। পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্র জানায়। নতুন আহবায়ক কমিটিকে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।