জালিমের পতন অনিবার্য : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ এএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১১:০৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন। তাঁর পরিবার থেকে বারবার আবেদন-নিবেদন করলেও সরকার তাতে কর্ণপাত করছে না। তাঁকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এরকম জালিম সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। তাদের পতন অনিবার্য।
আজ শনিবার রাজধানীর পল্লবী জান্নাতুল মাওয়া কবরস্থান মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান সংগ্রাম পরিষদ এ দোয়া মিলাদের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, বেগম খালেদা জিয়া এদেশের সিনিয়র সিটিজেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি এদেশের পথিকৃৎ। তাঁর আপোসহীন নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর তাঁকেই অবৈধ এ সরকারের নির্মম ও নিষ্ঠুর আচরণ সহ্য করতে হচ্ছে। কিন্তু পৃথিবীর কোনো স্বৈরশাসন স্থায়িত্ব লাভ করে নাই। এ সরকারও পারবে না। জনগণ তাদের অধিকার ফিরিয়ে নেবেই। অনুষ্ঠানে পল্লবী থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর সাজ্জাদ হোসেন, রুপনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, এ্যাব যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুসহ পল্লবী ও রুপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দোয়া মিলাদ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মিলাদের কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে গাউছুল আযম মসজিদে আয়োজেত দোয়া মিলাদে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এর আহবায়ক জসিম শিকদার রানা বলেন, বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। কিন্তু তার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না। দেশের অবৈধ সরকার তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সদস্য সচিব রুহুল আমিন সোহেল বলেন, দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী আজ বন্দী। তাঁকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমেই তাঁকে মুক্ত করতে হবে, দেশের গণতন্ত্রকে মুক্ত করতে হবে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এসময়ে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক সাজেদ আহমেদ, জাহিদ হাসান, নাজমুল হাসান নাদিম, ফখরুল ইসলাম ফাহাদ, মইনুল ইসলাম মানিক, সদস্য মিল্টন হাসান রাজু এবং আব্দুল ওয়াদুদ অভিসহ প্রত্যেক কলেজ এবং থানার নেতাকর্মীরা।