সংকট থেকে সমাধানের একটিই পথ তা হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রাম - প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৮ পিএম, ১৬ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৭:২৮ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,“বাংলাদেশ আজ যে সংকটের মুখে পড়েছে এ থেকে সমাধানের একটিই পথ তা হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রাম। আর এ সংগ্রাম বাস্তবায়ন করতে সংগঠনকে সু-সংগঠিত করে শক্তিশালী করতে হবে।”
আজ শনিবার দুপুরে শেরপুর লোপা মেমোরিয়াল গার্লস স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও মো. শরিফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল চৌধুরী, মামুনুর রশিদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রূপন প্রমুখ। সভায় জেলা বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেন, সারাদেশে ভয়াবহ করোনা পরিস্থিতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর দীর্ঘ কারাবরণসহ দলীয় অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা থাকায় সংগঠনের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়েছে এবং দলের পুনর্গঠন কার্যক্রম বিলম্বিত হয়েছে। আশা করছি এবার আমরা খুব অল্প সময়ের ব্যবধানে দলের পুনর্গঠনের মাধ্যমে দলকে সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হতে পারবো। সকল প্রকার বিভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহবান জানান তিনি।