যুবলীগ চেয়ারম্যানের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ পিএম, ১৬ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ১০:২০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছে।
আজ শনিবার (১৬ অক্টোবর) সকালে সময় সংবাদকে যুবলীগ চেয়ারম্যান বিষয়টি অবহিত করেন।
এ সময় তিনি বলেন, আমি সম্প্রতি বিভিন্ন জেলার যুবলীগের নেতাদের মাধ্যমে জানতে পারি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে একটি প্রতারকচক্র চাঁদা দাবি করছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বিটিআরসিও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। এ ছাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
যুবলীগ চেয়ারম্যানের নাম করে কেউ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যাতে চাঁদা দাবি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।