সরকার সঙ্কট আড়াল করতে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করছে- প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পিএম, ১৬ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৫:২৯ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশ পরিচালনায় ব্যর্থ কর্তৃত্ববাদী সরকার দেশে গভীর সঙ্কট সৃষ্টি করেছ। জনগন এই সঙ্কট থেকে উত্তরনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। সরকার এই সঙ্কট আড়াল করতে এবং আন্দোলন নস্যাত জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। কুমিল্লায় পুজা মন্ডপে কোরআন অবমাননা, মন্দির ও পুজা মন্ডপ ভাংচুর, মুসল্লীদের প্রতিবাদ মিছিলে গুলি, হত্যা সেই ষড়যন্ত্রের অংশ।
তিনি বিএনপি নেতাকর্মী, সমর্থকদের সরকারের ষড়যন্ত্র, চক্রান্ত সম্পর্কে সতর্ক থেকে দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান।
গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
করিমগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আশরাফ হোসেন পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি লায়লা বেগম, জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যন্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্র দলের সভাপতি মারুফ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের পূর্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশ গ্রহনে বর্নাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। বাদ্য- বাজনা, লোক সংস্কৃতির উপকরণ নিয়ে মিছিল সম্মেলন স্থলে এসে শেষ হয়।
জাতীয় সঙ্গীতের সাথে প্রধান অতিথি জাতীয় এবং অন্যান্য নেতৃবৃন্দ দলীয় পতাকা উত্তোলন, দলীয় সঙ্গীতের সাথে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন পর্ব শুরু হয়। সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনে সর্বসম্মতিক্রমে আশরাফ হোসেন পাভেলকে সভাপতি এবং হারুন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে শরীফুল আলম বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে নির্বাচন হবে না। একতরফা নির্বাচনও করতে দেয়া হবে না।
ওয়ারেস আলী মামুন বলেন, সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। নিত্য প্রয়োজনীয় দ্রব মূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এই অবস্থা চলতে পারে না।