দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে রৌমারীতে বাসদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৪ পিএম, ১৩ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:৫৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালু, টিসিবির পণ্য ও কেন্দ্রের সংখ্যা বাড়ানো, সারের ন্যায্য মূল্য নিশ্চিত ও কালোবাজারে সার বিক্রি বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা বাসদ (মার্কসবাদী)।
আজ বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে বিক্ষোভটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিলিত হয় এক পথসভায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন তারা।
বিক্ষোভ শেষে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা (মার্কসবাদী) বাসদের নেতা মহিউদ্দিন মহির, কৃষক নেতা জয়নাল আবেদীন, শ্রমিক নেতা রাশেদুল ইসলাম ও ছাত্র নেতা এরশাদুল হক প্রমূখ।