জনগনের অধিকার আদায়ে গনতান্ত্রিক আন্দোলনের কোন বিকল্প নাই- শরীফুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৩ পিএম, ১২ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৪৭ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ভৈরব পৌর বিএনপির আহবায়ক কমিটির মতবিনিময় সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম বলেন, জনগনের অধিকার আদায়ে, গনতান্ত্রিক আন্দোলনের বিকল্প নাই।
দলকে তৃনমূল প্রর্যায়ে সুসংগঠিত করার লক্ষে পৌর বিএনপির আহবায়ক, হাজী মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব ভিপি মজিবুর রহমানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে আগত নেতাকর্মীদের উদ্দেশ্য শরীফুল আলম আরো বলেন, দেশ আজ মহা সংকটে আর এই সংকট থেকে বের হয়ে আসতে হলে আন্দোলনের কোন বিকল্প নাই।
তিনি আরো বলেন, আজকে যে তৈল বিএনপি সরকারের সময় মাত্র ৬০ টাকা লিটার ছিলো সেই তৈল আজ ১৬০ টাকা লিটার, চাউল ছিলো ২০ টাকা কেজি তা আজ বাড়তে বাড়তে ৬০ টাকা কেজিতে দাড়িয়েছে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, যে মানুষ টি দিন আনে দিন খায়, তারা অসহায় হয়ে পড়েছে, তাই আমি মনে করি দেশের মানুষ আজ বিএনপির প্রতি চেয়ে আছে, আর আমাদের ঈমানি দ্বায়িত্ব নিয়ে, সকল কে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুুত হতে হবে, তা না হলে, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও তারেক রহমান কে ফিরিয়ে আনা যাবে না, পৌর বিএনপির আহবায়ক ও ভৈরব পৌর সভার সাবেক মেয়র হাজী মোঃ শাহীন এর সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা বিএনপির আহবায়ক, মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব আরিফুল ইসলাম, সহ উপজেলা, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক বৃন্দ এবং ভৈরব পৌর বিএনপির ১২টি ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সাধারণ সম্পাদক গন উপস্থিত হন।