

ধামরাইয়ে আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে সাবেক এমপির সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১১ এএম, ১০ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৫৭ এএম, ১৮ সেপ্টেম্বর,সোমবার,২০২৩

ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের এমপি মিথ্যাদোষারোপ করায় সাবেক এমপির সাংবাদিক সম্মেলন।
জানা গেছে , আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব এম এ মালেক তার বাসভবনে বর্তমান ঢাকা-২০ আসনের এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহামেদ তার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করায় এক সাংবাদিক সম্মেলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী মীনা মালেক, ঢাকা জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সানাউল হক সুজন ও ধামরাই সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
উল্লেখ্য থাকে যে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মামুরা এলাকাসহ ৭/৮টি গ্রামের সাধারণ নিরীহ লোকজন অবৈধভাবে গড়ে উঠা কাইজান গ্রুপের আকসির নগর আবাসিক প্রকল্প নিয়ে গত ৫ সেপ্টেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবে এমপি বেনজির আহাম্মেদের বিরুদ্ধে এক মানববন্ধন করেন। ঢাকার মানববন্ধনের পর ৬ সেপ্টেম্বর উল্টো এমপি বেনজির আহম্মেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে সাবেক এমপি এম এ মালেকে দোষারোপ ও দায়ী করেন।
এ দিকে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক এমপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নিয়ে বিব্রত দলীয় হাইকমান্ডের নেতারা। উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এই দুইনেতার সমর্থকদের মধ্যে। এই বিরোধকে কেন্দ্র করে দুইনেতার সমর্থকদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।