হাবিব-উন নবী খান সোহেলের মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৪ এএম, ৯ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ১২:১৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপি’র যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী সোহেল-এর মাতা বেগম আক্তার বানু আজ শুক্রবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বেগম আক্তার বানু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিক এক শোক বার্তায় বলা হয়, “বেগম আক্তার বানু’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য করে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও দানশীল নারী হিসেবেও তিনি এলাকার সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুমার শোকাহত পরিবারবর্গকে এই মৃত্যু শোক সহ্য করার ক্ষমতা দান করেন। তিনি বেগম আক্তার বানুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জানান।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তায় বলেন, “বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল-এর মাতা বেগম আক্তার বানু’র মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। মরহুমা বেগম আক্তার বানু ছিলেন একজন পরহেজগার ও দানশীল মহিলা। তিনি এলাকার দুঃস্থ মানুষদের সবসময় সাহায্য-সহযোগিতা করতেন, এজন্য তিনি এলাকাবাসীর নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। একজন দায়িত্বশীল মাতা হিসেবে মরহুমা বেগম আক্তার বানু তার সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমাকে বেহেস্ত নসীব এবং শোকে ¤্রয়িমাণ পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুমা বেগম আক্তার বানু’র রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।” এছাড়াও শোক জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব এর-শোকবার্তা
বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী সোহেল-এর মাতা বেগম আক্তার বানু আজ রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বেগম আক্তার বানু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহনগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “বেগম আক্তার বানু’র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যথী। পরহেজগার নারী হিসেবে মরহুমা বেগম আক্তার বানু এলাকাবাসীর নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃদ্বয় শোকবার্তায় বেগম আক্তার বানু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক এর-শোকবার্তা
বিএনপি'র যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এর মাতা বেগম আক্তার বানু আজ রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বেগম আক্তার বানু'র মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, "বিএনপি'র যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এর মাতা বেগম আক্তার বানু'র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের আমরা গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। পরহেজগার নারী হিসেবে মরহুমা বেগম আক্তার বানু তার নিজ এলাকার মানুষের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
নেতৃদ্বয় শোকবার্তায় বেগম আক্তার বানু'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।