রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের কলম, ফুল ও পানি বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ পিএম, ৪ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ১২:১১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ইং শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে কলম, ফুল এবং সুপেয় খাবার পানি বিতরণ করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে আজ সোমবার (৪ অক্টোবর) বেলা ১০ঃ৪৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্তর, বুদ্ধিজীবী চত্তর, শহীদুল্লাহ্ একাডেমিক কলাভবন, বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে অবস্থিত ডাচ-বাংলা ব্যাংক বুথের সামনে সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কলম, ফুল এবং সুপেয় খাবার পানি দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷
এসময় উক্ত শুভেচ্ছা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো রাশেদ আলী, সর্দার জহুরুল, মেহেদী হাসান খান, বুলবুল রহমান, আহসান হাবীব, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, শামস দীপ্ত, জহিরুল ইসলাম, সম্রাট আব্দুল লতিব, মারুফ হোসেন, এম এ তাহের প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য ফারুক হোসেন, নাফিউল ইসলাম জীবন, শেখ নুর উদ্দিন আবির, সৌমেন রায়, মোল্লা সানজিদুল ইসলাম সুর্য, মোকাদ্দেস আলী, জাকির রেদোয়ান, শেখ তাকবির আহমেদ ইমন, মোহায়মিনুল ইসলাম, আল মামুন, আবু জুয়েল, ইলিন মাহবুব, এ আর রাফি, রাসেল সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দোয়ার নিবেদন করেন৷