দেশে মহাসংকট চলছে, জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে - মাহবুবের রহমান শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ এএম, ৪ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ১২:১৪ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য অবৈধ সব কিছুকে বৈধতা দিচ্ছে। তাদের স্বার্থ সিদ্ধির পর আবার তাদের ছুড়ে ফেলে দিচ্ছে। দুর্নীতি, লুটপাটের মহোৎসব চলছে দেশে। সুশাসন ও গণতন্ত্র না থাকার কারণে কোনো জবাবদিহিতা তাদের করতে হচ্ছে না। সুশাসন ও গণতন্ত্রকে খাচাঁয় বন্দি করে অগণতান্ত্রিক ও স্বৈরাচারি কায়দায় দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনার সাথে বর্তমান সরকারের কোনো মিল নেই। আমাদের মুক্তিযোদ্ধারা এমন দেশ চাননি, যে দেশে গণতন্ত্র, সুশাসন ও মানবধিকার নেই। আওয়ামী লীগ এমন এক পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে গেছে, যে রাষ্ট্রে মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভোগে। নালায় পরে মানুষ নিখোঁজ হচ্ছে, ড্রেনে পড়ে মৃত্যু হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে। সব মিলিয়ে দেশে মহাসংকট চলছে, এ সংকট থেকে উত্তোরনের জন্য বিএনপির দিকে তাকিয়ে আছে দেশবাসী।
আজ রবিবার বিকেলে নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী হাই স্কুল প্রাঙ্গণে আকবরশাহ থানা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, দেশের মানুষ এই অবৈধ ভোট ডাকাত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার চায়। যে সরকার সুশাসন, মানবধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করবে। বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও সুশাসনের জন্য দীর্ঘকাল আন্দোলন করেছেন। তাকে মিথ্যা সাজানো মামলা দিয়ে অন্তরীণ করে রাখা হয়েছে। দেশবাসীর যে আশা আকাঙ্খা তা পূরণের জন্য তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারি এই সরকারের পতন ঘটিয়ে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমাদের সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে হবে। ত্যাগী ও মেধাবী নেতৃত্বের হাতে দলের নেতৃত্ব তুলে দিতে হবে। চাপিয়ে দেওয়া কোনো কমিটি আগামীতে হবে না। তৃণমূল থেকে শুরু করে দলের সকল পর্যায়ে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নিংশর্ত মুক্তির দাবি জানান।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা থানায় থানায় মতবিনিময় সভার আয়োজন করতেছি। থানার পরে ওয়ার্ড ও ইউনিট পর্যায়েও দলকেও কিভাবে সুসংগঠিত করা যায় সে বিষয়েও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করা হচ্ছে। দলের বড় শক্তি তৃণমূল নেতাকর্মীরা। তারেক রহমান চান তৃণমূলের কথা শুনতে, তাদের চাওয়া, পাওয়া, অভিযোগ অনুযোগ শুনতে। যার কারণে তিনি আমাদের আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা যারা আছেন, তারাই আগামী দিনে এ দলকে নেতৃত্ব দিবেন। আপনাদের হাত ধরে নতুন ভাবে ঘুরে দাড়াবে বিএনপি। এই আকবরশাহ-সীতাকুন্ডু এলাকা বিএনপির ঘাটি, এ জনপদের জনপ্রিয় নেতা আসলাম চৌধুরীর জনপ্রিয়তায় সরকার ভীত। আসলাম চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষনীয় হয়ে তাকে মিথ্যা মামলায় কারান্তরীণ করে রেখেছে সরকার। সব মামলায় জামিন পাওয়ার পরও তাকেও নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব হচ্ছে আওয়ামী লীগের বাকশালী শাসনের চিত্র। একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে এ ধরণের নির্যাতন, মামলা দিয়ে বন্দি করে রাখা কোনো গণতান্ত্রিক সভ্য দেশে কাম্য নয়। শুধু আসলাম চৌধুরী নয়, সারাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা হামলা দিয়ে সরকার দমিয়ে রাখার চেষ্ঠা করা করছে। কিন্তু দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের যে সাহস, তা আমাদের নতুন দিনের পথে আলোর দিশারী হয়ে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে নাটকের মঞ্চায়ন করে আসছে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। এই সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, তারা একনায়কতন্ত্র বাকশালে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয়, তারা দেশকে একটি আতঙ্কের রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের কোনো নিরাপত্তা নেই, কি ঘরে-কি বাহিরে, সবখানে মানুষ আজ চরম শঙ্কা নিয়ে জীবন পার করছে। আওয়ামী লীগ অবৈধ পথে ক্ষমতায় এসেছে, যার কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়-দায়িত্ব নেই। এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য জনগণকে সুসংগঠিত করে দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঝাপিয়ে পড়তে হবে। তিনি মিথ্যা মামলায় কারাবন্দি লায়ন আসলাম চৌধুরীর নিংশর্ত মুক্তির দাবি জানান।
আকবরশাহ থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঈুদ্দিন চৌধুরী মাঈনুর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম.এ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, আবদুল মান্নান, উত্তর জেলা বিএনপির সদস্য ইসহাক কাদের চৌধুরী, নগর বিএনপির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, নগর বিএনপির নেতা কমান্ডার সাহাব উদ্দিন, আব্বাস রশিদ, মো. ইদ্রিস আলী, রেহান উদ্দিন প্রধান, আলী আজম চৌধুরী, সীতাকুন্ড থানা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব জহুরুল আলম জহির, পৌর বিএনপির সভাপতি ইউনুফ নিজামী। বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির নেতা আইয়ুব খান, মহসিন তালকদার, নূর চৌধুরী, আলাউদ্দিন, শহীদুল্লাহ বাহার, কামরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক চৌধুরী, জমির আহমদ, সাধারণ সম্পাদক এস এম ফরিদুল আলম, হাবিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা আলী আজমী মাবুদ, সেলিম উদ্দিন, আলাউদ্দিন, কুতুব উদ্দীন চৌধুরী, আলী আক্কাস, নূর বক্স মিলন, আবু হানিফ প্রমুখ।