আ’লীগ নিয়ে এমপি সেলিম ওসমানের এত মাথা ব্যাথা! - মেয়র আইভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ৩ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১০:৩৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানকে ‘দলছুট মানুষ’ বলে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘আপনি অন্য দল করেন। আওয়ামী লীগ নিয়ে আপনার এত মাথা ব্যাথা কেন? আপনি এত বাড়াবাড়ি কেন করেন? আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন নিয়ে কথা বলেন।
আপনি তো দলছুট মানুষ। আপনি তো আওয়ামী লীগ করেন না। যারা এই দল (আওয়ামী লীগ) করে, এই দলের জন্য জান-প্রাণ দিতে যায়, যারা মানুষের সাথে মিশে মানুষের কথা বলে, নারায়ণগঞ্জবাসীর কথা বলে, আমি তাদের পাশে আছি, সবসময় থাকবো। আপনার ধমক এই মুখ বন্ধ করতে পারবে না। বহু চেষ্টাই তো করেছেন। এখন আপনাদের বিদায় নেওয়ার পালা এসেছে।’
গতকাল শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বন্দরে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘কার সাথে লড়তে আসেন? কথা বুঝে বলবেন। বাজে কথা বলবেন না। আপনারও তিনটা মেয়ে আছেন। আপনি যে উদাহরণ দিয়েছেন, আল্লাহ না করুক সে উদাহরণ আপনার মেয়ের উপর যেন না পড়ে। সুতরাং কথা বলার ক্ষেত্রে সাবধান থাকবেন। যারে যা খুশি বলবেন না। আমার চৌদ্দ পুরুষের বাড়ি এই নারায়ণগঞ্জ। এই শহরের মানুষ আমার সম্পর্কে জানে। তারা সবাই দেখছে।’
আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে নির্বাচন করলে আমরা করি। আপনাদের চেয়ারম্যান বা মেয়র হই বা না হই, আমি তো আপনাদের সন্তান, এই শহরের সন্তান। এমন কোনো কাজ নাই যা আমি করে দেই নাই। সেটা মুক্তিযোদ্ধা, সাধারণ জনগণ কিংবা মা-বোনদের জন্যই হোক। সুতরাং কাকে ধমক দেন?’
তিনি বলেন, ‘শ্যামল কান্তি স্যারকে যেভাবে চর মেরেছিলেন সেগুলো বন্ধ করেন, ধমকানো বন্ধ করেন। আপনি আপনার কর্মচারী কাজলকে মেরে, গলায় জুতার মালা পরিয়ে বের করে দিয়েছিলেন। আবার কী কারণে জানি না তাকেই মাথায় তুলেছেন। ওই রাজাকারের ছেলেকে দিয়ে সমস্ত কিছু লুটপাট করে খাচ্ছেন।’
নগরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘মা-বোনরা অত্যন্ত সাহসী। আপনাদের সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। সাহস মানুষের বড় জিনিস। জুজুর ভয় পাবেন না।’
স্থানীয় কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল লতিফ, নাসিকের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মো. সাগর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শিউলী নওশাদ, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আবদুল মোতালিব, শরীফ হিরা, হিমেল খান প্রমুখ।