সিলেটের লামাকাজী এম এ খান সেতুতে নামফলক পুনঃস্থাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ২ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৫:৩৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সিলেটের লামাকাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের নাম সিলেটের লামাকাজী এম এ খান সেতুটিতে নামফলক পুনঃস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য আবারো সৌন্দর্যতা বৃদ্ধি পেল সেতুর। ১৯৮৪ সালে নির্মিত 'এডমিরাল এম এ খান সেতু' সিলেট- সুনামগঞ্জ মহাসড়ক (লামাকাজী)তে অবস্থিত। এ সেতুর নামটির "এডমিরাল এম এ খান" লেখা অংশটি কিছুদিন আগে ফেলে দেওয়া হয়। তখন সেতুটিতে শুধু "সেতু,সিলেট" লেখাটুকু দৃশ্যমান ছিল। এই নিয়ে দেশে বিদেশে প্রতিবাদের ঝড় উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান (এম এ খান) সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরের সন্তান। ১৯৮২ থেকে ১৯৮৪ সালের জুন পর্যন্ত সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন এম এ খান। ওই সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রথম সেতু নির্মাণকাজ শুরু হয়। ১৯৮৪ সালের ১ জানুয়ারি সেতুটির উদ্বোধন করা হয়।
সেতু নির্মাণের আগে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় ফেরি চলাচল ছিল। সেতুটি উদ্বোধনের প্রায় সাত মাসের মাথায় ১৯৮৪ সালের ৬ আগস্ট এম এ খান মারা যান। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্তে লামাকাজী এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রথম সেতুর নাম এম এ খানের নামে করা হয়। সরকারি নথিপত্রে সেতুর নাম 'রিয়ার অ্যাডমিরাল এম এ খান সেতু' আছে।
এর আগে সেতু থেকে নামফলক ফেলে দেওয়ার ঘটনায় দেশে বিদেশে প্রতিবাদের ঝড় উঠে। নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব, সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন হোসেন সহ বহির্বিশ্ব বিএনপির নেতৃবৃন্দ।