খুলনার দৌলতপুরে থানা সেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৭ পিএম, ২ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৩:০২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফ্যাসিবাদী সরকারের পতন, দেশের জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষে এবং তৃণমূল পর্যায়ে সেচ্ছাসেবক দলের নেতৃত্বকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে শক্তিশালী করার লক্ষে খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের অন্তর্ভূক্ত দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬ঃ৩০টায় খুলনা মহানগরীর অন্তর্গত দৌলতপুর থানা বিএনপি কার্যালয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন সরদার রতনের পরিচালনায় উক্ত বর্ধিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুরশিদ কামাল, খুলনা মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ইমাম হোসেন, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতলেবুর রহমান মিতুল, শ্রমিক নেতা আরব আলী সরদার, সাবেক ভিপি রুবায়েত হোসেন বাবু, ইঞ্জিঃ নুর ইসলাম বাচ্চু, মিজানুর রহমান, বেল্লাল হোসেন, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্লা, হুমায়ন কবীর, রিয়াজ শাহেদ, এম এম জসিম, এম এম শফি, শেখ মোঃ নাজিম, ওয়াহিদুজ্জামান রনি, সাজ্জাত হোসেন, মাহাবুব মোল্লা, মেহেদী হাসান বাপ্পি, মোঃ আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, মেহেদী হাসান, রবিউল ইসলাম, এহসানুল ইসলাম শিথিল, বাহার, শাহজাহান বাদশা, মানিক, হাবিব, সুজন, আরমান, মানিক, হাবিব, আশরাফুল, আরমান, সেলিম মল্লিক, নাসির উদ্দিন, জুবায়ের হাসান রাফি, রফিকুল, ফারুক, সোনা মিয়া, মোঃ বাবু হোসেন, নয়ন, মোতালেব শেখ, এম আর জয়, মোঃ বিপ্লব, মোঃ রাসেল, মোঃ রনি প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশে একনায়কতন্ত্র কায়েমের লক্ষে রাষ্টের প্রশাসন যন্ত্র ব্যবহার করে বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে, মিথ্যা সাজানো মামলায় বন্দী করে রেখেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে অবলুপ্ত করেছে। তাই এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির সাথে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে আবারো বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। আঠারো কোটি মানুষের আশা আকাঙ্খার প্রতীক বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করতে হবে। এজন্য ওয়ার্ড পর্যায়ে সেচ্ছাসেবক দলের নেতৃত্বকে শক্তিশালী করার জন্য বক্তারা নেতৃবৃন্দকে সেচ্ছাসেবক দলের দৌলতপুর থানার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের কমিটি অতিদ্রুত গঠনের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।