সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জিততে পারবে না আ.লীগ : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৭ এএম, ২ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৪৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আওয়ামী লীগ যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয় তাহলে বিএনপির প্রথম সারির নেতা লাগবে না, তৃতীয় সারির নেতারাই জয়ী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শুক্রবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ভূত না সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। তাদের সৎ সাহস থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিক। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনের কথা না বলে আমাদের একটা কথাই বলা উচিত। আর সেটা হলো সরকার পতনের কথা।
তিনি বলেন, সকল সংগঠন, দল-মত-নির্বিশেষে একত্রিত হলে আমাদের যে সরকার পতনের এক দফা তা বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি বলেন, আমার মনে হয় নির্দলীয় সরকার নিয়ে আমাদের আর আলোচনা করা উচিত নয়। আমাদের আলোচনা করা উচিত এক দফা শেখ হাসিনার পতন।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশে এত সমস্যা, এইসব সমস্যা নিয়ে কথা না বলে যিনি সমস্যা তৈরি করেছেন তাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাতে পারি তাহলে জনগণই কিন্তু সকল সমস্যার সমাধানের রাস্তা বের করে দিবে। এসময় নেতাকর্মীদের দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এখন সবার একটাই লক্ষ্য হওয়া উচিত। খালেদা জিয়ার জীবদ্দশায় গণতন্ত্র উদ্ধার করে তাকে উপহার দিতে হবে।
আয়োজক কমিটির সভাপতি শাহ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, সহ-স্বনির্ভর সম্পাদক নিলুফার চৌধুরী মনি প্রমুখ।