জনবিচ্ছিন্ন সরকার আন্দোলনের জোয়ারে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে- এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৪ এএম, ২ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ১১:১৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (১ অক্টোবর) তিনি হালুয়াঘাটের ছাতুগাঁও উচ্চ বিদ্যালয়ে জুগলী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
ক্বারী আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আলী আশরাফ, যুব দলের ময়মনসিংহ উত্তর জেলা সহ সভাপতি আবদুল আজিজ খান, শ্রমিক দলের উপজেলা আহ্বায়ক আবদুল গণি, কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুস সাত্তার, জাসাস সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, ইউনিয়ন বিএনপি নেতা আবদুল জলিল, আবদুল মুক্তাদির হাসান, আল আমিন চমক, রফিকুল ইসলাম বিএসসি, শহীদুল ইসলাম, জাকির হোসেন বাচ্চু, নুরুল ইসলাম, আবদুর রশিদ, শওকত আলী, হযরত আলী, শামসুল হক, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম সহ এ মতবিনিময় সভায় ইউনিয়নের ৯ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সরকারের সৃষ্ট দুঃশাসনে জনগণ নিষ্পেষিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। কৃষক উৎপাদিত পন্যের দাম না পেয়ে দিশেহারা।
তিনি বলেন, জনগণকে দুঃশাসন থেকে মুক্ত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বিএনপি ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী করে আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নাই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। জনবিচ্ছিন্ন সরকার আন্দোলনের জোয়ারে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে।