ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে- ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:১৭ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের মানুষ আজ সরকারী দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। যার কারনে সাধারণ মানুষ তাদের গণতন্ত্র ও ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। বাংলাদেশে আজ রাষ্ট্রীয় স্বাধীনতা নেই, সাধারণ মানুষের স্বাধীনতা নেই। একটি দেশের নিয়ন্ত্রণে বাংলাদেশ আজ পরিচালনা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রাম ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। তিনি আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সরদার পাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে জেলা ওলামা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জামালপুর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, জেলা ওলামা দল নেতা মাওলানা নাছির উদ্দিন, মোশারফ হোসেন, মাওলানা এনামুল হক, হাফেজ মো. মোখলেছুর রহমান ও শহিদুল ইসলাম প্রমুখ।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।