সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি সবুজ গ্রেফতার, রুমানা মাহমুদ-বাচ্চু, খোকন-শ্যামলের নিন্দা ও মুক্তি দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১০:২৬ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মেধাবী ছাত্রনেতা মোঃ জুনায়েদ হোসেন সবুজকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সিরাজগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ কর্তৃক ০১ টি রিভলবার ও ০৩ রাউন্ড গুলি সহ ০১ জন আসামী গ্রেফতার। জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ও ওসি ডিবির তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা পৃথক একটি বিশেষ অভিযানে এসআই মোঃ মেহেদী হাসান এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৮/০৯/২০২১ খ্রিঃ তারিখ রাত্রি ২১:২০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন মুলিবাড়ী গ্রাম হতে আসামী মোঃ জুনায়েদ হোসেন সবুজ (৩৪), পিতা- মোঃ শাহজাহান আলী, সাং- সয়াগোবিন্দ (মিলন মোড়), থানা ও সিরাজগঞ্জকে ০১ টি রিভলবার ও ০৩ রাউন্ড গুলি সহ আটক করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
এদিকে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করে কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রিফাত হাসান সুমন জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সাদা পোশাকধারী ডিবি পুলিশ জুনায়েদ হোসেন সবুজকে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রেফতার দেখায়।
পুলিশের এহেন স্বপ্রণোদিত অনৈতিক গ্রেফতারের বিরুদ্ধে চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান তারা। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল কর্তৃক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে করোনা মহামারীর অবর্ননীয় দূর্দশা সত্ত্বেও পুলিশ বাকশালি সরকারের বিরাজনীতি করন মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। জনগণের বন্ধু খ্যাত এই বাহিনীটি বন্ধুত্বের সকল বৈশিষ্ট্য হারিয়ে দানবীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে; যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারেনা। তাই বিরোধী মত দমনে বেসামাল প্রশাসন ও টালমাটাল সরকার আজ দুয়ে মিলে একাকার। কিন্তু আমরা বলতে চাই, পুলিশ আর আদালতের ঘাড়ে বন্দুক রেখে আর কতদিন! ঐ যে পতনের আওয়াজ শোনা যাচ্ছে; কান খাড়া করে শুনে নিন! পতন অবশ্যম্ভাবী; খানিক সভ্যতা ও মানবিকতার অনুশীলন করে নিন। নেতৃদ্বয় অবিলম্বে এসব উজবুক, অবৈধ উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার ও সবুজসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।
অন্যদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দ জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে এনায়েতপুর খাঁজা ইউনূস আলী মেডিকেল কলেজ থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে সবুজের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।
অন্যদিকে জেলা বিএনপির সহ সভাপতি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদলু হাসান রন্জন, সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মোস্তাফা জামান, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রন্জু, সদ্য কারামুক্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুৃমন সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে গ্রেফতারে তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।