বিনা প্রতিদ্বন্দিতার নির্বাচন দেশকে একদলীয় শাসনের দিকে ধাবিত করছে - এনপিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ এএম, ২৬ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৮:২২ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, বিনা প্রতিদ্বন্দিতার নির্বাচনে গণতন্ত্রের বিকাশ নষ্ট হচ্ছে এবং নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। দিনদিন দেশ একদলীয় শাসনের দিকে দেশ ধাবিত হচ্ছে।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র অংঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস্ যুব পার্টি’র দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আমলাতন্ত্রের দৌরাত্ম্য এবং দুর্নীতি, টেন্ডারবাজিসহ সব অনাচারের লাগাম টেনে ধরতে হবে। আপনারা জানেন আওয়ামী লীগ নেতা তোফায়েল সাহেব আমলাতন্ত্রের কথা সংসদে তুলে ধরেছিলেন কিন্তু সে কথা কোনো কাজে আসে নাই। এই আমলাতন্ত্রের দৌরত্ম্যের কারণে দুর্নীতি ও মাদক বাণিজ্য সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে এবং এ কারণে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন দুর্নীতি ও মাদক ব্যবসার লাগাম টেনে ধরুন এবং সকল অনাচার কঠিন হস্তে দমন করুন। তা নাহলে আপনি যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের সুফল জনগণ পাবে না। দল ও জোটের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জয়-পরাজয় বড় কথা নয়। নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা করাটাই বড় কথা। যার সাহস আছে ও মনোবল আছে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা যাতে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারি এ জন্য আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেব ইনশাআল্লাহ।
ন্যাশনাল পিপলস্ যুব পার্টির আহবায়ক ইঞ্জি: কে এম শামছুল আলম মিশুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনপিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, শোক প্রস্তাব ও সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন আহবায়ক কমিটির সদস্য সচিব রুহুল আমিন রাহুল। বিশেষ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ন্যাশনাল পিপলস্ যুব পার্টির সাবেক সভাপতি এবং এনপিপির খুলনা বিভাগীয় সমন্বায়ক শেখ ইকবাল হাসান স্বপন।