পাবনা জেলা বিএনপি নেতা সঞ্জু খানের মৃত্যুতে মির্জা ফখরুল এর শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১০:৩১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
পাবনা জেলা বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি শেখ আকরাম আলী খান সঞ্জু গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "মরহুম শেখ আকরাম আলী খান সঞ্জু বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল ছিলেন। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে পাবনা জেলা বিএনপি'র ক্ষতি হলো। মরহুমের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম শেখ আকরাম আলী খান সঞ্জু এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু পৃথক পৃথক শোকবার্তায় পাবনা জেলা বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি শেখ আকরাম আলী খান সঞ্জু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম শেখ আকরাম আলী খান সঞ্জুকে বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যু পাবনা জেলা বিএনপি'র জন্য বড় ধরণের ক্ষতি। জেলার বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তিনি এলাকাবাসীর নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যুতে তাঁর শোকার্ত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী।
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।