এই সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে -ডাঃ এজেডএম জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৮ এএম, ১৯ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০১:২৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এই সরকার মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার হরণ করেছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, জনগণের ভোটের কোন অধিকার নাই।
আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শাহাদৎ হোসেন সাহাজুল-এর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক এজেডএম রেজওয়ানুল হক। এতে অন্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বখতিয়ার রহমান কচি ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
ডাঃ এজেডএম জাহিদ হোসেন আরো বলেন, বর্তমান সরকার ২০১৮ সালে মধ্যরাতের ভোটে ক্ষমতায় এসেছে, এই সরকার মানুষের কথা বলার অধিকার বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে, একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, কিন্তু বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলে, তাই শতচেষ্টা করেও বিএনপিকে ধ্বংস করতে পারবে না।
তিনি বলেন, বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসেবে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে, তাই গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে সমর্থন দিতে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।
এর পূর্বে উপজেলা বিএনপির নেতা কর্মীদের সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ খোকনের ময়দার মিল চত্বরে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক এজেডএম রেজওয়ানুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ খোকন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশারসহ স্থানীয় নেতা-কর্মিগণ। এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।