কুয়াকাটা পৌর নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রাীর্থদের মধ্যে সংঘর্ষ : আহত ২৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ এএম, ১৯ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০১:২৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রচারাভিযানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক শিশুসহ ২৪ জন আহত হয়েছে। গুরুতর আহত নৌকার সমর্থক রফিকুল ইসলামকে বরিশাল ও জগের সমর্থক রাসেলকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ড মেলা পাড়ায় নৌকা ও জগ প্রতীকের সমর্থকদের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ হামলার জন্য উভয় গ্রুপের সমর্থকরা একে অপরকে দায়ী করছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোন পক্ষই এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেনি।