ফিনল্যান্ডে শেখ হাসিনার আগমনের প্রতিবাদে বিএনপি'র প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২০ পিএম, ১৮ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১২:৪৩ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিনল্যান্ডে আগমনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখা ও অঙ্গসংগঠন ফিনল্যান্ড সংসদ ভবনের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি'র সভাপতিত্বে এবং মোঃ আসলাম ফকির এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সহ-সভাপতি এনামুল হক শিপু, সহ-সভাপতি মহিউদ্দিন মানিক, সহ-সভাপতি গোলাম কিবরিয়া শাবু, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপদেষ্টা আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহন ফকির, সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক শামিম ব্যাপারি, সেচ্ছাসেবক দল নেতা লিও, যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সহ বিএনপি এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অষ্ট্রিয়া বিএনপি নেতা নিয়ামুল বশির, মাসুদুর রহমান এবং শিবলী। কোভিড ১৯ এর বাধ্যবাধকতার কারনে ইউরোপের অন্যান্য দেশের নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় উপস্থিত থাকতে না পারলেও জুমের মাধ্যমে সংযুক্ত হন।
এসময় জুমের মাধ্যমে এই প্রতিবাদ সভায় যুক্ত হন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিবাদ সভা সফল করায় ফিনল্যান্ড বিএনপি কে ধন্যবাদ জানান এবং সেই সাথে শেখ হাসিনাকে সমগ্র ইউরোপে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির ভাষণে কামরুল হাসান জনি বলেন ভোট চোর, খুনি ও দুর্নীতিবাজ শেখ হাসিনা যেখানে যাবে সেখানেই তাকে প্রতিহত করা হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমান এর নেতৃত্বে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। যেখানেই শেখ হাসিনা অবস্থান করবেন সেখানেই প্রতিবাদ সভার ডাক দিয়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করেন।