রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার পদ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪১ পিএম, ১৮ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ১২:৫১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার অন্তর্গত পবা, মোহনপুর উপজেলা এবং কাঁটাখালী, কেশরহাট, নওহাটা পৌর ইউনিটের কর্মিসভায় বিশৃঙ্খলা সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালি উজ জামান পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম রাসেলের পদ স্থগিত করা হয়েছে। সেই সাথে কেন অধিকতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৩ তিনের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় অফিসে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
আজ শুক্রবার এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক রাসুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল গতকাল এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন। স্বেচ্ছাসেক দলের সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।