জিয়া পরিবারে বিরুদ্ধে বোরোবি শিক্ষকের অশালীন বক্তব্য, জিয়া পরিষদের নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ১৫ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:১৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: মশিউর রহমান “নির্লজ্জ মিথ্যাচার ও অবৈধ ক্ষমতা দখলের পাঁয়তারা” শীর্ষক এক আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে যে অশালীন বক্তব্য দিয়েছেন তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া পরিষদ রংপুর বিভাগ।
গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে জিয়া পরিষদ (রংপুর বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক ড. রোকানুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়েছে, শিক্ষক মশিউর রহমান শিষ্টাচার বিবর্জিত বক্তব্য দিয়েছেন।
এতে শিক্ষক হিসেবে তার শিক্ষার চরম দৈন্যতার বহিপ্রকাশ ঘটেছে। জিয়া পরিষদ, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের অশালীন, অশোভন, জঘন্য মিথ্যা বক্তব্য প্রত্যাহার দাবী করছে।
কারণ জিয়া পরিষদ মনে করে, মশিউর রহমানের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগের প্রতিহিংসা চরিতার্থ করতেই তিনি এ ধরনের বক্তব্যে প্রদান করে অত্যন্ত নীচু মনের পরিচয় দিয়েছেন। এই উস্কানিমূলক নির্লজ্জ মিথ্যাচার করে শিক্ষক মশিউর রহমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার পায়তারা করছেন।
জিয়া পরিষদ বিশ্বাস করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে রাজনীতি থেকে বিতাড়িত করা যাবে না। বাংলাদেশের জনগণ অতিশীঘ্রই অন্যায় ও অপবাদের বিরুদ্ধে জেগে উঠবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগমীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠিত হবে।
তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে এ ধরনের অশালীন, অশোভন ও শিষ্টাচার বিবর্জিত বক্তব্য প্রদান করা হতে বিরত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য জিয়া পরিষদ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি উদ্বাত্ব আহ্বান জানিয়েছে।